নিউজ ডেস্ক: এবার থেকে দেশেই তৈরি হবে পারমাণবিক বিদ্যুৎ! শুক্রবার থেকে সম্পূর্ণভাবে কাজ শুরু করল ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতদিন এই কেন্দ্রে ৯০ শতাংশ কাজ হচ্চিল। তবে এবার সমস্ত বাধা কাটিয়ে পুরোপুরিভাবে কাজ শুরু করে দিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
গুজরাতের কাকরাপারে তৈরি হওয়া এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা হল ৭০০ মেগাওয়াট। কেন্দ্রের কাজ শুরু হয়েছে গত ৩০ জুন থেকে। তবে এতদিন দৈনিক ৯০ শতাংশ কাজ হত এই কেন্দ্রে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তথ্যানুযায়ী, শুক্রবার থেকে ১০০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে কাকরাপার অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট।
এদিকে, এই সাফল্যের কথা প্রকাশ্যে আসতেই বৈজ্ঞানিকদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স(X)এ পোস্ট করে তিনি লেখেন, “এক নতুন মাইলস্টোন ছুঁল ভারত। পুরোদমে কাজ শুরু করেছে গুজরাতের কাকরাপারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় ইউনিটকে সঠিকভাবে পরিচালনার জন্য আমাদের ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিকদের শুভেচ্ছা জানাই।”
উল্লেখ্য, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ইতিমধ্যেই ৯৭ শতাংশ সক্রিয় হয়ে উঠেছে কাকরাপারের অপর একটি কেন্দ্র। সেই সঙ্গে, রাজস্থানের রাওয়াতভাতা এবং হরিয়ানার গোরক্ষপুরেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন।