নিউজ ডেস্ক: ভারতের উড়ানের ইতিহাসের এবার নয়া মোড়। বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার
সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এ নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে
শুক্রবার।
সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা। SIA Airlines-এর সঙ্গে জুড়ে যাচ্ছে টাটা সন্স। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯
শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ার লাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার ফলে
সিঙ্গাপুরের হাতে সেই শেয়ারের ভাগ থাকবে ২৫.১
শতাংশ।
ভিস্তারার সিইও বিনোদ
কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে
ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এয়ার
ইন্ডিয়ার এই সংযুক্তিকরণের ফলে ভারতের বিমান পরিষেবার গতিপথ আরও প্রশস্ত হয়ে উঠতে পারে।