নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রার নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করলেন যাদবপুর থানায়। রবিবার বিকেলে তাঁরা পোস্ট অফিস মারফত একটি চিঠি পান। ওই চিঠিতে তাঁদের খুনের হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন। অভিযোগ সৌরভ চৌধুরীর হয়ে তাদের খুনের হুমকি দেওয়া হয়। সৌরভ চৌধুরীর কোনও ক্ষতি হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। ৫০৬ ধারায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে খুনের হুমকির মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দুটি চিঠিকে একত্রিত করে অভিযোগ দায়ের করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের পক্ষ থেকে। চিঠিতে লেখা হয় সৌরভ চৌধুরী ওরফে গর্গের গায়ে হাত পড়লে তাঁদের দায়িত্ব নিতে হবে। সৌরভ চৌধুরীর কিছু হলে তাঁদের সরিয়ে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। চিঠিতে অশ্লীল ভাষার প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যে ঠিকানা থেকে চিঠি এসেছে সেই ঠিকানার কেউ চিঠি লিখেছেন কি না তা পুলিশ খতিয়ে দেখছে।
প্রসঙ্গত যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বাকি অভিযুক্তের সঙ্গে সৌরভ চৌধুরীকেও গ্রেফতার করা হয়। পরে জানা যায় সৌরভ চৌধুরী এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হয়েও সে হস্টেলেই থাকত বলে অভিযোগ। মৃত ছাত্রের পরিবার একাধিকবার সৌরভের নাম এই রহস্যমৃত্যুর সঙ্গে যুক্ত বলে দাবি করে। এই সৌরভ চৌধুরী হস্টেল বাবা নামেও পরিচিত। তাঁর নেতৃত্বই হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলেছিল প্রথম বর্ষের মৃত ছাত্রের পরিবার। এই পরেই তদন্ত নেমে সৌরভকে গ্রেফতার করে পুলিশ।