নিউজ ডেস্ক: রাজনীতিতে যোগদানের কোনও ইচ্ছে নেই। সেকথা বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গ আদর্শস্থান, বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরতে বিশেষ আগ্রহী তিনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন সৌরভ! এমনটাই দাবি সৌরভের ঘনিষ্ঠ মহলের।
নবান্ন সূত্রে খবর, বাংলার জন্য বিদেশি বিনিয়োগের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। স্প্যানিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একাধিক বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। ঘনিষ্ট সূত্রের খবর, স্পেনের বার্সালোনায় মমতার সঙ্গে যোগ দিতে পারেন সৌরভ। তবে এই সফর কোনও রাজনীতির কারণে নয়, তিনি চান শিল্প আসুক বাংলায়। অন্তত এমনটাই দাবি প্রাক্তন বিসিসিআই(BCCI) সভাপতির ঘনিষ্ঠ মহলের।
উল্লেখ্য, স্পেনে সফর শেষ করে দুবাইয়ের পথে রওনা দেবেন মমতা। সেখানেও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। নবান্ন সূত্রের খবর, রাজ্যে বিপুল লগ্নি টানতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই সফর মমতার। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন তিনি। ভারতের অন্যতম পরিচিত মুখ এবং বাংলা ও বাঙালির আইকন হলেন সৌরভ। সুতরাং, তাঁর এই সফর যে বিদেশি শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করবে, তা বলাই বাহুল্য।