নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট চাঁদে ইতিহাস গড়ার পর এখন ISRO-র পাখির চোখ সূর্য। এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। আর গোটা দেশ বুক বাঁধছে দেশের প্রথম সূর্য অভিযানের সাক্ষী হতে। আজ বেলা ১১.৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে আদিত্য-এল-১। সূর্যের ১৫ লক্ষ কিলোমিটার কক্ষপথে স্থাপিত করা হবে আদিত্যকে। ৪ মাসেরও বেশি সময় নেবে যানটি সূর্যের কক্ষপথে পৌঁছতে। সূর্য সংক্রান্ত একাধিক অজানা তথ্য, সৌর ঝড়, গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে খোঁজ চালাবে এই মিশন।
ISRO সূত্রে আজ সময় উল্লেখিত সময় অনুসারেই মিশন লঞ্চের কথা নিশ্চিত কয়রা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। ISRO-এর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট PSLV-C57 উড়িয়ে নিয়ে যাবে আদিত্যকে। ISRO-র অফিসিয়াল চ্যানেল থেকে সরাসরি দেখা যাবে উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং। ১১.২০ মিনিট থেকেই সরাসরি দেশের সকলের কাছে পৌঁছে যাবে ISRO। Aditya-L-1 -এ রয়েছে ৭ টি পেলোড, যার ৬ টি তৈরি কয়রা হয়েছে ISRO-র তরফে। আর একটি পেলোড তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, যার নাম VELC অর্থাৎ ভিসিবল এমিসন লাইন করোনাগ্রাফ।
উল্লেখ্য, চন্দ্রযান-৩ মিশন উৎক্ষেপণের আগে পুজো দিতে দেখা গিয়েছিল বিজ্ঞানীদের। আদিত্য লঞ্চের আগে ফের নিয়ম করে মহিলা বিজ্ঞানীদের দেখা গেল অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে। চাঁদে ৩ নং মিশন পাঠানোর আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন খোদ ISRO প্রধান এস. সোমনাথ। দেশের এক অংশ বিজ্ঞানীদের পুজো দেওয়া নিয়ে প্রশ্ন তুললেও বিশ্বাস-আস্থা যে বিজ্ঞানের পরিপন্থী নয়, তা ফের বুঝিয়ে দিলেন তাঁরা। চাঁদ জয়ের পর গোটা দেশ প্রতীক্ষায় ভারতের প্রথম সূর্য-মিশন চাক্ষুষ করতে।