নিউজ ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই মাঠে নামবে যুযুধান দুই
দল ভারত বনাম পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।
তবে বৃষ্টি নিয়ে একটা আশঙ্কার মেঘ জমেই রয়েছে শ্রীলঙ্কার আকাশে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা
প্রবল, তবে কি বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে গোটা ম্যাচ? এমন নানা প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের
মনে।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতর দু’দিন আগেই
জানিয়ে দিয়েছিল শনিবার পাল্লেকেলে বৃষ্টি হবে। শনিবার সকাল পর্যন্ত সেই বক্তব্যেই
অনড় রয়েছেন দ্বীপরাষ্ট্রের আবহবিদেরা। জানানো হয়েছে দিনের কোন সময় বৃষ্টির
সম্ভাবনা কেমন।
ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা
দুপুর ৩টের সময়। খেলা নির্দিষ্ট সময়ে শুরু হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। পূর্বাভাস
অনুযায়ী,
সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত বৃষ্টির
সম্ভাবনা ৮০ শতাংশ। তার পরেও অবশ্য তেমন আশার আলো দেখাতে পারেনি শ্রীলঙ্কার
আবহাওয়া দফতর। দুপুর ৩.৩০ মিনিটের পর থেকে সন্ধে ৬.৩০ মিনিট পর্যন্ত বৃষ্টির
সম্ভাবনা ৫০ শতাংশ। অর্থাৎ, নির্দিষ্ট সময় খেলা
শুরু হলে এই সময়ের মধ্যে একটি ইনিংস প্রায় শেষ হয়ে যাওয়ার কথা।
জানা গিয়েছে যে সন্ধে ৭.৩০ মিনিটের পর থেকে রাত্রি
১২টা পর্যন্ত ২০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার আর ঐ সময় বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে
যাওয়ার সম্ভাবনাই বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে যে এদিন সারাটা সময় জুড়ে গড়ে ১১ মাইল
গতিতে হাওয়া বইবে, তাপমাত্রাও থাকবে অনেকটা কম।