নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়েপিক ইতোমধ্যেই দেখা গিয়েছে বড় পর্দায়। সুনীল গাভাসকরের বর্ণময় ক্রিকেট কেরিয়ার ও ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে তৈরি হয়েছে ‘৮৩’। এবার একই ভাবে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের ‘মহারাজা’কে। বিগত বেশ কিছু বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে বলে শোনা গেলেও কবে আসছে বা কে ফুটিয়ে তুলবে তাঁর চরিত্রকে তা জানা যায়নি। কানাঘুষোয় উঠে এসেছে বলিউডের বেশ কিছু তাবড় তাবড় অভিনেতাদের নাম। সেই তালিকায় কখনো উঠে এসেছিল হৃত্বিক রোশন আবার কখনো রণবীর কপুরের নাম। তবে এইবার উঠে এসেছে আরেক নাম যার উপর দ্বায়িত্ব পড়েছে পর্দায় ‘দাদাগিরি’ করার।
বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের মধ্যে একজন তিনি। ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কার। বিভিন্ন ধরণের চরিত্রকে সহজেই আপন করে নিতে পারেন তাঁর সহজাত অভিনয় দক্ষতার বশে। পর্দায় তিনি কখনো মাচো মিলিটারি আবার কখনো লাস্যময়ী ‘ড্রিম গার্ল’। যে বেশেই থাকুন না কেন দর্শকেরা তাঁর উপর থেকে চোখ ফেরাতে পারেন না। আন্দাজ করা শক্ত নয়, তিনি আয়ুষ্মান খুরানা। বলিউডের এই তাবড় অভিনেতাকেই এবার দেখা যাবে এগারো গজে। বলিউডে সৌরভের বায়োপিক নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। তবে নিজের নাম ভূমিকায় কাকে দেখতে চান সেই বিষয়ে ‘মহারাজা’ নিজেই জানিয়েছিলেন রণবীর কপুরের নাম।
গত ফেব্রুয়ারি মাসে ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ঋষি পুত্র। তখনই ‘দাদা’র সঙ্গে দেখা করে ইডেনে একটি প্রীতি ম্যাচ খেলে সেই জল্পনা আরো উস্কে দিয়েছিলেন রণবীর। তবে নির্মাতারা সেই পথে হাঁটতে চাননি বলেই শোনা যাচ্ছে। তাই ‘দাদা’র ভূমিকায় আয়ুষ্মানকেই দেখা যাবে বলে খবর। যদিও প্রযোজকরা এখনও সেই বিষয়টিতে সীলমোহর লাগাননি। জানা যাচ্ছে যে ছবির চিত্রনাট্য চূড়ান্ত হলে তারপরেই আনুষ্ঠানিক ভাবে অভিনেতার নাম প্রকাশ হবে। যদিও এমন খবর চাপা থাকে না। আনুষ্ঠানিক ভাবে নাম প্রকাশের আগেই রটে গিয়েছে ‘ড্রিম গার্ল’ই এবার ‘দাদাগিরি’ ফলাবেন। অভিনেতার দক্ষতায় সৌরভের চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারেন তা সময়ই বলবে।