নিউজ ডেস্ক: শনিবার কলকাতা হাইকোর্টে বিশেষ
বেঞ্চ বসবে বলে জানা গেছে। পঞ্চায়েত মামলার শুনানি করবেন বিচারপতি
অমৃতা সিনহা। পঞ্চায়েত নির্বাচনে অব্যবস্থার অভিযোগ ঘিরে দায়রা
হওয়া একাধিক মামলায় সিসিটিভি সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, তৃণমূল সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায় আনা মামলার শুনানি করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সম্প্রতি
তার নাম থাকা নিয়ে, তা খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার রায় দান এখনও হয়নি। বিচারপতি অমৃতা সিনহা
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একটি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কি করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ
দেওয়া যায় সেটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছেন
তৃণমূল সাংসদ।