নিউজ ডেস্ক: সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার
কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছিল এখানে। শনিবার আচমকাই ভবানীপুরের
ওই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পুলিশ সুত্রে খবর বাড়ির ভিতরে একজন থাকলেও তাঁর কোনও আঘাত লাগেনি। খবর পাওয়ার পরই
ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
অসীম বসু।
জানা গেছে শনিবার সকালে ২৬(এ) পদ্মপুকুর রোডের
ওই বাড়িটি ভেঙে পড়ে। বাড়ির বাঁদিকের দোতলার একটি অংশ ভেঙে পাশের
পাঁচিলের উপর গিয়ে পড়ে। ফলে ওই পাঁচিল ভেঙে পড়ে। পুরসভার তরফ থেকে আগেও ওই বাড়িটিকে
বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা ছিল। এই
বাড়িটিতেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল।
বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে এখানেই শুটিং করেছিলেন।
কাউন্সিলর অসীম বসু বলে, “ ওই বাড়ি আগেই বিপজ্জনক ঘোষণা করা ছিল। বেশ কয়েকজন ভাড়াটে ওই
বাড়িতে থাকতেন । তারা সরে গেছেন। ওই বাড়িতে এখন তিনজন বসবাস করছেন। তাদের পজেশন সার্টিফিকেট
দেওয়া হবে। বাড়ি কবে ভাঙা হবে সে বিষয়ে সিদ্ধান্ত কলকাতা পুরসভা নেবে”।