নিউজ ডেস্ক: রাজস্থানের
প্রতাপগড় জেলার নিচলাকোটা গ্রামে ২১ বছর বয়সী এক আদিবাসী যুবতীকে
বিবস্ত্র করে ঘোরানোর একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো
পোস্ট করে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল
গান্ধী, সীতারাম ইয়েচুরিরা আজ চুপ কেন? অপেক্ষা করছেন বিজেপি শাসিত রাজ্যে ঘটেনি বলে? ঘটনার যে ভিডিয়ো সুকন্ত মজুমদার
পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, একজন
পুরুষ জোর করে ক্যামেরার সামনে এক যুবতীকে বিবস্ত্র করছে। সেখানে আরও বেশ কয়েকজন
উপস্থিত ছিল। এরপর সেই যুবতীকে সেই অবস্থাতেই গ্রামে ঘোরানো হয়। এই আবহে সুকান্তর
প্রশ্ন, মণিপুরে একই ধরনের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরব
হয়েছিল। সেখানে প্রতিনিধি দলও পাঠিয়েছিল। তবে রাজস্থানের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় কেন চুপ?
এদিকে ঘটনা
নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ দিয়া
কুমারী। তিনি বলেন, “রাজস্থানের ঘটনা মানবতাকে কলঙ্কিত করেছে। কংগ্রেস শাসিত রাজস্থানে
মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে। পুলিশ সব জেনেও অপরাধীদের দীর্ঘক্ষণ ছেড়ে রেখেছিল।
বিজেপি শাসিত রাজ্য হলে এতক্ষণে হ্যাশ ট্যাগ, মোমবাতি মিছিলের বন্যা বয়ে যেত। অ্যাওয়ার্ড
ফেরত দেওয়ার রব উঠে যেত। কিন্তু এখন তাদের চোখে যেন ঠুলি পড়ে রয়েছে”। বিজেপি এই ইস্যুতে রাজস্থান সরকারকে তোপ দেগেছে। গেরুয়া শিবিরের সোশ্যাল
মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘রাজস্থান
আবারও লজ্জিত হল‘।