নিউজ ডেস্ক: পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন
ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ এফটিআইআই-এর প্রধান এবং এর
সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত হলেন অভিনেতা আর মাধবন। শুক্রবার টুইটারে
এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ
ঠাকুর। অভিনেতা-পরিচালক মাধবনকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
টুইটারে প্রশংসা করায় পালটা জবাবে মাধবনও ধন্যবাদ
জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি লেখেন, ‘আপনার আশা পূরণের চেষ্টা করব।’
হিন্দি, তামিল-সহ বিভিন্ন ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছেন মাধবন।
‘বিক্রম বেদা’, ‘কান্নাথিল’, ‘থ্রি
ইডিয়ট’, ‘রং দে বসন্তী’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি মাধবনের। তাঁর পরিচালিত
প্রথম ছবিই জিতে নিয়েছে জাতীয় পুরস্কার।