নিউজ ডেস্ক: আসলে
মোদির সামনে দাঁড়ানর কারো সাহস নেই, তাই জোট করা হচ্ছে। অধীর
চৌধুরী এবং মহম্মদ সেলিম বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, আর
এদিকে দিদি নবান্নে ডেকে চা খাওয়াতে চাইলেও সেখানে তারা যাচ্ছে না। আসলে
“ওখানে দোস্তি আর এখানে কুস্তি,” এই পলিসিতে
বাংলার মানুষকে বোকা বানানর চেষ্টা করছে। ধুপগুড়ি উপনির্বাচনে প্রচারে যাবার পথে
জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে I.N.D.I.A. জোটকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
ধুপগুড়ি
উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ দুই সপ্তাহ বিজেপি নেতারা প্রচারে আসছেন। ধূপগুড়িতে
ঘাঁটি গেড়ে বসে আছেন বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ধূপগুড়িতে আছেন। এই পরিস্থিতিতে শনিবার ধূপগুড়িতে এলেন আরেক হেভিওয়েট
নেতা দিলীপ ঘোষ। এদিন দুপুর ১২ টা নাগাদ পদাতিক এক্সপ্রেসে
তিনি জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন। সেখান থেকে তিনি জলপাইগুড়ি শহরের একটি বেসকারি
হোটেল ওঠেন। ধূপগুড়িতে বেশ কয়েকটি নির্বাচনী সভা করবেন তিনি।
এদিন স্টেশনে জলপাইগুড়িতে নেমেই I.N.D.I.A. জোটকে নিসানা করেন তিনি বলেন, “সবে মাত্র জোটের মিটিং হয়েছে। মিটিং শেষে বাড়ি গিয়ে অনেকে অনেক রকম কথা
বলছেন”।