নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির হামলায় প্রাণহানির
ঘটনাও অব্যাহত। সেই সঙ্গে হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। যার ফলে ঝাড়গ্রাম
ব্লক সহ গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে।
শেষ শনিবার
হাতির হামলায় ঝাড়গ্রাম ব্লকের কেউদিশোল গ্রামে জীবনসিং নামে এক ব্যক্তির মৃত্যু
হয়। সেই ঘটনার পর বুধবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জুয়ালভাঙ্গা এলাকায় একটি পূর্ণবয়স্ক মহিলা
হাতির মৃত্যু হয়। শুক্রবার সকালে ঝাড়গ্রাম ব্লকের ঘৃতখাম এলাকায় মানসিক
ভারসাম্যহীন এক ব্যক্তিকে হাতি পিষে মারে। ওই ঘটনার শেষ
কাটতে না কাটতে শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের টুটুহা এলাকায় হাতির হামলায়
মৃত্যু হয় যতীন মাহাত নামে এক ব্যক্তির। ঝাড়গ্রাম থানার পুলিশ শনিবার সকালে
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের
মর্গে পাঠায়।
বন দফতরের পক্ষ
থেকে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ৮
দিনে ঝাড়গ্রাম ব্লকে তিনজনের মৃত্যু হয়েছে হাতির হামলায় এবং একটি হাতির মৃত্যুর
ঘটনা ঘটেছে। ঝাড়গ্রাম ব্লক জুড়ে প্রায় শতাধিক হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে আরও প্রাণহানি ও ফসলের ক্ষতির আশঙ্কা
করছেন ঝাড়গ্রাম ব্লকের বাসিন্দারা। যেভাবে হাতির দল তাণ্ডব চালিয়ে প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে এবং ফসলের ক্ষতি করছে তাতে ঝাড়গ্রাম ব্লকসহ ঝাড়গ্রাম
জেলার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে বলে গ্রামবাসীরা
জানান। বন দপ্তরের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন
এলাকায় গিয়ে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।