নিউজ ডেস্ক: ‘জওয়ান’-এর মুক্তির আগেই নতুন চমক দিলেন সলমন খান। ২ সেপ্টেম্বর, শনিবার, মুক্তি পেল ‘টাইগার ৩’-এর পোস্টার। সলমন খান ও ক্যাটরিনা কাইফকে দেখা যাবে এই ছবিতে। অ্যাকশন-প্যাকড এই ছবির পোস্টারে রাইফেল হাতে দেখা গিয়েছে দুই তারকাকে। হিন্দি, ইংরেজি, তামিল ও তেলুগু ভাষায় প্রকাশিত হয়েছে এই পোস্টার। চলতি বছর দীপাবলীর সময় মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। এর আগে ‘পাঠান’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে। শাহরুখের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন তিনি। যশ রাজ ফিল্মস প্রযোজিত স্পাই ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির ছবি ‘টাইগার ৩’। ‘পাঠান’ও এই ফ্রাঞ্চাইজির অংশ। তাই ‘টাইগার ৩’-তে শাহরুখ খানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করেন সলমন খান। ক্যাপশনে লেখেন, ‘আমরা আসছি। ২০২৩ সালের দীপাবলিতে আসছে ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের ৫০তম বর্ষের সঙ্গে উদযাপন করুন ‘টাইগার ৩’। শুধুমাত্র আপনার কাছাকাছি কোন প্রেক্ষাগৃহে।’ সারা ভারতজুড়ে তিনটি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দীপাবলীর সময় দেখা যাবে এই ছবি। উল্লেখ্য, এই বছর ৫০তম বর্ষে পদার্পণ করতে চলেছে যশ রাজ ফিল্মস। ছবিতে সলমন খানের পাশাপাশি রয়েছে ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। জানা গিয়েছে যে, এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। যদিও নির্মাতাদের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনো।
পোস্টারেই স্পষ্ট করে দেওয়া হয়েছে এই ছবিটি যশ রাজ ফ্লিমসের স্পাই ইউনিভারসের একটি এক্সটেনশন। ‘টাইগার জিন্দা হে’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’-এর ঘটনাগুলির পর নতুন মোড় আসবে, ‘টাইগার ৩’-তে। তাই এই ছবিতে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে শাহরুখ খানকেও। যা ‘পাঠান’কে ‘টাইগার ৩’-এর সঙ্গে যুক্ত করেছে। এই ছবির মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন মনীশ শর্মা। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল শাহরুখ খানের সঙ্গে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল কিং খান অভিনীত ছবি ‘ফ্যান’। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে বেশ চমক দিয়েছিলেন তিনি। এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস রিকি ভ্যায়েল’ এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’ এই তিনটি ছবি পরিচালনা করেছিলেন মনীশ। ‘জওয়ান’ মুক্তির প্রাক্কালে সলমনের নতুন ছবির পোস্টার দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরাও।