নিউজ ডেস্ক: কয়েক বছর আগে শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী হিয়া দে। বাংলা সিরিয়ালে তিনি পটল কুমার নামেই বেশি পরিচিত। পটল কুমার গানওয়ালা নামের সিরিয়ালে অভিনয় করেই খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে ওই একটি সিরিয়াল করার পরে আর তেমন একটা পর্দায় দেখা যায়নি তাঁকে। সিরিয়াল-শুটিং থেকে দূরে এই মুহূর্তে পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। স্টুডিও পাড়া থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ হিয়া। ইনস্টাগ্রামের পাতায় তাঁর ফলোয়ার্স সংখ্যা হাজার হাজার। অভিনয় থেকে দূরে থাকলেও সমালোচনা থেকে দূরে যেতে পারেননি তিনি। তাই মাঝে মাঝেই নেটিজেনদের রক্তচক্ষুর শিকার হয়ে থাকেন পটলকুমার। তবে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি।
কী হয়েছে অভিনেত্রীর? হিয়ার মা জানান যে হঠাৎই জটিল অস্ত্রোপচার করতে হয়েছে তাঁর। অসুস্থতার কোন উপসর্গ ছিল না। কিন্তু মঙ্গলবার নাচের ক্লাস থেকে ফেরার পরে তার পেট ফোলা ফোলা ঠেকে মায়ের চোখে। তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরীক্ষার পরে জানা যায় জরায়ুর পিছনে একটি টিউমার রয়েছে হিয়ার। কতকগুলি সিস্টও ছিল। প্রায় ১৫ সেন্টিমিটারের টিউমারটি অস্ত্রোপচার করে বের করা হয়। আপাতত সুস্থ আছেন তিনি। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন হিয়া।
চিকিৎসকরা জানান এই ধরনের টিউমার বেশ বিরল প্রকৃতির। কম বয়সে এমন অস্ত্রোপচারে ঝুঁকি থাকে। কিন্তু এখন বিপদমুক্ত তিনি। তবে তিন মাস সম্পূর্ণ বেডরেস্টেই থাকতে হবে হিয়াকে। ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালের পরে ‘খেলনা’-তে দেখা গিয়েছিল তাকে। এই মুহূর্তে অষ্টম শ্রেণীর ছাত্রী হিয়া। আপাতত অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই তাঁর। আগে পড়াশোনা শেষ করতে চান তিনি। পড়াশোনার পাশাপাশি নাচেরও তালিম নিচ্ছেন হিয়া। ইনস্টাগ্রামে হাসপাতালের বেডে শোয়া অবস্থার ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।