নিউজ ডেস্ক: ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ বৈঠক(G20 Summit)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গুরুত্বপূর্ণ এই বৈঠকের জন্য ভারতে আসছেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। স্বাভাবিকভাবে তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের আগেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলবেন তিনি। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল হোয়াইট হাউস।
বিবৃতি অনুযায়ী, “জি২০ সম্মেলনে যোগদানের জন্য ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন প্রেসিডেন্ট।” আন্তর্জাতিক অর্থনীতি এবং কূটনীতিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব এবং এই সমস্যার সমাধানে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সেইসঙ্গে, দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওয়ার্ল্ড ব্যাংক সহ বহুপাক্ষিক ব্যাংকগুলির সক্ষমতা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হবে মোদী এবং বাইডেনের মধ্যে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে বলেই জানিয়েছে মার্কিন প্রশাসন।