নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার কারণে রাতভর বৃষ্টি গোটা বাংলায়। সকালেও খুব একটা বদল ঘটেনি পরিস্থিতির। একই অবস্থা কলকাতারও। সকাল থেকেই আকাশ মেঘলা। দোসর বৃষ্টি। ফলে সপ্তাহের প্রথম দিনেই নাজেহাল অফিসযাত্রীরা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, এখনই নিস্তার নেই বৃষ্টি থেকে। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে। সেইসঙ্গে, আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান।