নিউজ ডেস্ক: দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী হারের বদলা নিয়ে ডার্বি এবং ডুরান্ড জিতল মোহনবাগান। দীর্ঘমেয়াদী অর্থাৎ ১৯ বছর আগে ডুরান্ড ফাইনালে পরাজয়। আর অন্যদিকে ২২ দিন আগের লীগ ম্যাচে ডার্বি হারার স্বল্পমেয়াদী বদলার আগুন তো সঙ্গে ছিলই! হ্যাঁ। বাগান-অধিনায়ক শুভাশিস বোসের মতে, ডার্বি আর ট্রফি দুটোই জিততে হবে, ম্যাচের আগে সেটাই ছিল মোটিভেশন। আর সমর্থকরা যদি এটাকে প্রতিশোধ বলে মনে করেন, তাহলে এটা প্রতিশোধ!
শেষ ৩০ মিনিট ১০ জনে খেলেও দিমিত্রি পেত্রাতসের অসাধারণ গোলটি থেকেই ডার্বি আর ডুরান্ড দুইই জিতে নেয় মোহনবাগান। আর এই খেতাব জেতার পর কলকাতার রাস্তা জুড়ে ধরা পড়ে শুধুই সবুজ -মেরুন উচ্ছ্বাস। সবচেয়ে বড় কথা, গতকাল মোহনবাগানের কাছে ছিল আরও একটি গুরুত্বপূর্ণ দিন– জন্মদিন ছিল বাগানের ‘সবুজ তোতা’ জোস ব্যারেটোর। আর ডার্বি ইতিহাসে মোহনবাগানের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে তাঁর দখলে। স্বপ্নের দলের এই অসামান্য জয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দ ভাগ করে নিলেন ব্যারেটোও। Tags: NULL