নিউজ ডেস্ক: সূর্য অভিযান শুরু
করেছে ভারতের আদিত্য়-এল১। সূর্য গ্রহণ সম্পর্কে তথ্য় সংগ্রহ এই মিশনের অন্যতম
প্রধান উদ্দেশ্য। আগামী মাসেই রয়েছে সূর্য গ্রহণ। দেখা যাবে সূর্যের ‘রিং অফ ফায়ার‘। এই সূর্যগ্রহণের ফলে কি কোনো সমস্যায় পড়তে পারে আদিত্য এল ১? প্রশ্নের মুখে ইসরোর
বিজ্ঞানীরা। গ্রহণের সময়কাল জানার পর থেকেই মহাকাশ গবেষকদের মধ্যে জল্পনা তুঙ্গে।
টুইটার হ্যান্ডলে মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে
আসন্ন সূর্যগ্রহণের কথা। সেই টুইট থেকেই জানা গিয়েছে আগামী ১৪ অক্টোবর হতে চলেছে এই
সূর্যগ্রহণ। তবে এটাও জানা গিয়েছে যে এবারের গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন উপকূল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তীর্ণ
এলাকায় দেখা যাবে এই সূর্যগ্রহণ। তবে খালি চোখে এই গ্রহণ না দেখাই ভালো। পিনহোল
প্রজেক্টারের মাধ্যমে এই গ্রহণ দেখার পরামর্শ দিয়েছেন মার্কিন মহাকাশ গবেষকরা।
গত শনিবার PSLV XL C-57 নামের রকেটের সফল উৎক্ষেপণ করে ISRO। অতি শক্তিশালী এই রকেট আদিত্য় এল ১-কে পৌঁছে দিয়েছে পৃথিবীর
কক্ষপথে। এবার সেখানে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে সূর্যের দিকে এগিয়ে যাবে এই নভোযান।
১২৭ দিনের মাথায় আদিত্য় এল ১ পৌঁছবে ল্যাগরেঞ্জ পয়েন্টে। পৃথিবীর থেকে যার দূরত্ব
১৫ লাখ কিলোমিটার। সেখানে পৌঁছনোর আগেই সূর্য গ্রহণ নিয়ে আদিত্য এল ১ কোনও ছবি বা
তথ্য় পাঠায় কিনা, সেটাই এখন দেখার।