নিউজ ডেস্ক: কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা করল আলিপুর আদালত। সিবিআইকে ভর্ৎসনা করলেন করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয় বলেও নির্দেশনামায় জানিয়েছেন বিচারক।
বিচারক এদিন তাঁর নির্দেশ্নামায় লেখেন, “ আদালত যেভাবে তদন্ত করার নির্দেশ দিচ্ছে সেভাবে তদন্ত হচ্ছে না। যৌথ সহযোগিতায় তদন্ত হওয়া উচিত”। প্রসঙ্গত আগে এই মামলায় যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের ব্যাপারে সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। সেই মামলায় বিচারক আদালতের নির্দেশ অগাহ্য করায় সিবিআইকে ভর্ৎসনা করলেন।
প্রসঙ্গত কুন্তল ঘোষ অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার চাপ সৃষ্টি করছেন ইডির এক অফিসার। বিচারককে চিঠি দিয়ে তিনি এই অভিযোগ করেন। এর পরেই কলকাতা পুলিশ এবং সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে জয়েন্ট সিপি ক্রাইম আদালতে চিঠি দিয়ে জানান তারা অনুরোধ করা সত্বেও তদন্ত শুরু হয়নি। এর পরেই আদালত রীতিমত ভর্ৎসনা করল সিবিআইকে।