নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক বা স্কুল শিক্ষক নিয়োগ, পরপর সামনে এসেছে দুর্নীতির খবর। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি আটকাতে নাকি দুর্নীতির থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে তৎপর হল রাজ্য? সম্প্রতি জানা গিয়েছে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম বদল করছে শিক্ষাদপ্তর।
এসএসসিতে এতদিন নিয়োগ হত রিজিয়ন বা অঞ্চলভিত্তিক। এবার সেই নিয়ম সম্পূর্ণরূপে উঠে
যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীরা মনে করছেন এতে তাদের চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। তার
কারণ এসএসসিতে মোট ৫টি রিজিয়ন যার মধ্যে এতদিন যেকোন একটিকে বেছে নিতে হত চাকরিপ্রার্থীদের।
আর এসএসসি নিয়োগের ক্ষেত্রে এই রিজিয়নভিত্তিক ব্যবস্থাতেই প্রচুর গরমিল পাওয়া গিয়েছে।
বঞ্চিত হয়েছেন বহু যোগ্য চাকরিপ্রার্থী। এবার সেই নিয়ম বদলে গেল। চাকরিপ্রার্থীরা এবার
যেকোনো রিজিয়নের জন্য আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই নতুন নিয়োগবিধি প্রকাশের
সম্ভাবনা রয়েছে রাজ্যে। আর সেই বিধিতেই উল্লেখ থাকবে এই নিয়মের। এবার থেকে কেন্দ্রীয়ভাবে
নিয়োগ হবে, পরীক্ষা এবং ইন্টারভিউ দুটিই হবে কেন্দ্রীয়ভাবে। ক্রমবর্ধমান দুর্নীতির
অপবাদ ঢাকতেই কি তবে এই উদ্যোগ?