নিউজ ডেস্ক: আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। সদ্য সমাপ্ত বাদল অধিবেশনের পর কেন্দ্রের হঠাৎ ডাকা এই বিশেষ অধিবেশন নিয়ে জাতীয় রাজনীতিতে চলছে বিস্তর জল্পনা। কী কারণে এই অধিবেশন, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। তবে অধিবেশনের রণকৌশল স্থির করতে উঠে পড়ে লেগেছে বিরোধী জোট ইন্ডিয়া(I.N.D.I.A)। ডাকা হয়েছে বৈঠক।
সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সকল বিরোধী সাংসদদের নিয়ে হবে এই বৈঠক। বিশেষ অধিবেশনে কী হতে পারে? বিজেপি-এর পাল্টা হিসাবে বিরোধীদের রণকৌশল কী হবে? বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কী পদক্ষেপ নেওয়া হবে? আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের স্ট্র্যাটেজিই বা কী হবে? প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনার হওয়ার কথা রয়েছে বলে খবর।
আরও পড়ুন: I.N.D.I.A Alliance: ১৩ সদস্যের কমিটি তৈরি ‘ইন্ডিয়া’র, নেই আসন বন্টনের রফাসূত্র
শুক্রবারই তৃতীয় বৈঠক সম্পন্ন করেছে বিরোধী জোট। বৈঠকের পর জোটের একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে আসন রফা বা জোটের লোগো নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। অন্যদিকে আবার জোটের নেতাদের এক একজনের বক্তব্যের পরই সভা ছেড়ে বেরিয়ে গিয়েছেন তারা। এমনকি জোটের আহ্বায়ক কে হবেন? তা এখনও ঠিক করে উঠতে পারেনি বিরোধী শিবির। সুতরাং জোটের এই অনিশ্চিত আবহে দিল্লির বৈঠকে নতুন কী পরিকল্পনা গৃহীত হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিশ্লেষক মহলের একাংশের দাবি, তিনটে হাইভোল্টেজ বৈঠকের পরেও অনিশ্চিত জোটের সমীকরণ। এই আবহে দিল্লির বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আদৌ কী কোনও সমাধান খুঁজে পাবে বিরোধী শিবির?
লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ(NDA) জোটের আসন সংখ্যা ৩৫৩টি। যার মধ্যে শুধুমাত্র বিজেপির আসন সংখ্যাই হল ৩০৩টি। সুতরাং, এই লক্ষ্যভেদ করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে বিরোধী শিবিরকে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে জোটের মধ্যে রয়েছে বিস্তর মতানৈক্য। ফলে আসন্ন ৫ রাজ্যের বিধানসভা ভোট কিংবা লোকসভা ভোটে বিজেপি বিরোধি লড়াই খুব একটা সহজ হবে না বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষক মহলের।