নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় অভিযুক্ত অধ্যাপক রানা রায়কে গ্রেফতার করল পুলিশ। তবে হুমকি চিঠি পাঠানোর মামলায় নয়, তিনি গ্রেফতার হয়েছেন এক মহিলাকে শ্লীলতাহানি
করার অভিযোগে।
জানা গেছে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রানা রায়কে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে
পুলিশ। ধৃতকে সোমবার তোলা হবে আদালতে।
যাদবপুরের রেজিস্টারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়িয়ে ছিল এই অধ্যাপকের।
২ সেপ্টেম্বর ওই অধ্যাপকের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তিনি
বেলগাছিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
তিনি অভিযোগ করেন চার বছর ধরে তাকে উত্যক্ত করছেন ওই অধ্যাপক। বহুবার চিঠির মাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়েছেন। নানান সময় তার পিছু নিয়েছেন তিনি। বাড়িতে ডেকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৭ অগাস্ট অভিযোগকারিণীকে তিনি জোর করে জড়িয়ে ধরেন বলে অভিযোগ।
সূত্রের খবর রানা কোচবিহারের
বাসিন্দা রানা কোচবিহার বিশ্ববিদ্যালয়ে
অধ্যাপনা সঙ্গে যুক্ত। শুধু মহিলাদের সঙ্গে খারাপ
ব্যবহার করেছেন এমনটা নয় এলাকার একাধিক
দরিদ্র মানুষের সঙ্গে অর্থনৈতিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।