নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন ধরে একটানা ভ্যাপসা গরমের পর রবিবার বিকেল থেকে বজ্র-বিদ্যুৎ সহ
বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলায়। বৃষ্টির সময় পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় তিনজনের
মৃত্যু হয়েছে এই জেলায়।
বজ্রপাতে মারা যান বাঁকুড়ার
ছাতনা থানার পাতাবড় গ্রামের মীরা বাউরী ( ৬১)। পাতাবড় গ্রাম সংলগ্ন মাঠে বিকেলে
গরু চড়িয়ে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাত হয়। আর তাতেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে ছাতনা থানার
ছাঁচনপুর গ্রাম সংলগ্ন নদী ঘাটে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয় ছাঁচনপুর গ্রামের
বাসিন্দা সাগেন মুর্মু র(২০) । এই
ঘটনায় আরও তিনজন আহত হয়। আহতদের ছাতনা সুপার স্পেশালিটি
হাসপাতালে ভর্তি করা হয়।
পাশাপাশি রবিবার বিকেলে বাঁকুড়া
জেলার শালতোড়া থানা এলাকাতেও বজ্রপাতে
একজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতার নাম শুকুরমনি সোরেন ( ২৭)। মাঠে তিনজনের শ্রমিকের
সঙ্গে তিনি ধান রোপনের কাজ করছিলেন। সেই
সময় শুকুরমনি সহ চারজনই বজ্রপাতে আহত হন। আহতদের উদ্ধার করে শালতোড়া
ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শুকুরমনিকে মৃত ঘোষণা করেন
চিকিৎসকরা। তাঁর সঙ্গে বজ্রাঘাতে আঘতপ্রাপ্ত বাকি আহতদের প্রাথমিক
চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।