নিউজ ডেস্ক: পুজোর ভিড় সামলাতে এবার নয়া পদ্ধতি কলকাতা পুলিশের। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঙ্গী করে এবার পুজোর মরশুমে নতুন অ্যাপ আনতে চলেছে কলকাতা পুলিশ। অ্যাপ ও সফ্টওয়্যারের মাধ্যমে চলবে নজরদারি। কোন পুজোর মন্ডপে কত ভিড়, কোন রাস্তায় মানুষের চলাচল বেশি, কাতারে কাতারে লাইন দিয়ে থাকা মানুষের ভিড় কমবে কখন, সেই সমস্ত বিষয়ের উপর নজর রেখে যানচলাচল স্বাভাবিক রাখবে কলকাতা পুলিশ। সেই সঙ্গে বড় পুজো মন্ডপ গুলিতে কখন ভিড় কমবে এবং কতক্ষণ পর গেলে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা যাবে সেটাও জানাবেন তাঁরা। মূলত রাস্তার মোড়ে মোড়ে বড় বৈদ্য়ুতিন স্ক্রিন ও সোশ্যাল মিডিয়ায় সেই খবর আপডেট হতে থাকবে।
পুজোয় ঠাকুর দেখার হিড়িক লেগেই থাকে। করোনা মহামারীর পর থেকে তা আরো বেড়েছে বলেই লালবাজার সূত্রে খবর। এই বছর পুজোয় প্রায় কয়েক লাখ মানুষের ভিড় হবে বলেই মনে করছে পুলিশ। তাই ক্রাউড সার্কুলেশন পুলিশের কাছে বেশ বড় চ্যালেঞ্জ। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য নতুন পদ্ধতি চালু করতে চলেছে কলকাতা পুলিশ। সেই মর্মে গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং। তাঁদের সমীক্ষায় দক্ষিণ কলকাতার কুড়িটি পুজো মন্ডপকে চিহ্নিত করছে কলকাতা পুলিশ যেখানে জেলা থেকে আসা মানুষেরা ভিড় করেন। ফলে বিকেল থেকেই লাইন পড়তে শুরু করে।
তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে মন্ডপ অবধি না পৌঁছালে সেখানে ভিড় কত বুঝতে পারেন না দর্শনার্থীরা। যদি আগেই ভিড় সম্পর্কে আন্দাজ পাওয়া যায় তাহলে সেখানে না গিয়ে অন্য মন্ডপে আগে যেতে পারেন। সেই কথাকেই মাথায় রেখে এই বছর পুজোয় লালবাজার চালু করতে চলেছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ্যান্ড ডিসপ্লে সিস্টেম’। সম্প্রতি এই বিষয়ে একপ্রস্ত আলোচনা করা হয়েছে লালবাজার কর্তাদের মধ্যে। তালিকায় থাকা ওই কুড়িটি মন্ডপে থাকবে একটি করে বিশেষ টিম ও সঙ্গে ক্যামেরা। ওই ক্যামেরার সঙ্গে যুক্ত থাকে জিপিএস, সফ্টওয়্যার ও অ্যাপ যার মাধ্যমে ভিড়ের ছবি তুলে তা বিশ্লেষণ করে আপডেট দেবে কলকাতা পুলিশ।