নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন
কমিশনের দ্বারস্থ হল বিজেপি। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত ৩১ ডিসেম্বরের মধ্যে
ধূপগুড়ি মহকুমা হবে, উপনির্বাচনের প্রচারে গিয়ে ঘোষণা করেছিলেন
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি
সহ অন্যান্য বিরোধী দলগুলির প্রশ্ন, মহুকুমা হবে এই ঘোষণা করার দায়িত্ব রাজ্য প্রশাসনের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের কে? এমনকি নির্বাচনের আগে ধূপগুড়িতে আদর্শ আচরণবিধি
লাগু রয়েছে। সেই সময় কিভাবে উনি উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিতে পারেন?
২ সেপ্টেম্বর ধূপগুড়ির জনসভায় অভিষেকের বিতর্কিত
ঘোষণার প্রতিবাদে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে
নালিশ জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে
সেই বক্তব্যের লিংক সহ অভিযোগ জানানো হয়েছে। এমনকি সরকারি সম্পত্তিতে তৃণমূল ব্যানার
ও হোর্ডিং লাগাচ্ছে এই অভিযোগও জানানো হয়েছে এবং এর বিরুদ্ধে অবিলম্বে
ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি।
এবিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,
“পিসির কাছ থেকে ভাইপো অনেক গুণ পেয়েছেন। তাঁর মধ্যে একটা অনবরত মিথ্যে কথা বলা। ২১
এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি মহকুমা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবার ওনার ভাইপো একই প্রতিশ্রুতি দিলেন। আড়াই বছরে দুবার মহকুমা হবে বলে প্রতিশ্রুতি
দেওয়া হল। একই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানো হচ্ছে”।