নিউজ ডেস্ক: জি২০ সম্মেলনের(G20 Summit) জন্য সেজে উঠেছে রাজধানী দিল্লি। ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে সুসজ্জিত আইটিপিও কমপ্লেক্সে আয়োজিত এই সম্মেলনে যোদ দিতে আসছেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। হাইভোল্টেজ এই বৈঠকের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। আন্তর্জাতিক রাষ্ট্রনেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে দিল্লি সরকার।
একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বন্ধ স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস, এমনকি ব্যাংকও। তবে কী জি২০ চলাকালীন গৃহবন্দি থাকতে হবে দিল্লিবাসীকে? ফের লকডাউন? জল্পনা তুঙ্গে। রাজ্যবাসীর চিন্তা দূর করতে এবার আসরে নামল দিল্লি পুলিশ। কোনও লকডাউন হচ্ছে না। রাজ্যবাসীকে অযথা প্যানিক না করার পরামর্শ দিয়ে এমনটাই জানিয়ে দিল পুলিশ।
এক্স হ্যান্ডেলে একটি মিম শেয়ার করেছে দিল্লি পুলিশ। লেখা রয়েছে, “ডিয়ার দিল্লিবাসী, আপনারা কেউ প্যানিক করবেন না। রিল্যাক্স। কোনও লকডাউন হচ্ছে না। আমাদের ভার্চুয়াল মাধ্যমে ট্র্যাফিক সংক্রান্ত আপডেটগুলিতে নজর রাখলেই যথেষ্ট।” পোস্টটিকে মজাদার এবং আকর্ষনীয় বানানোর জন্য দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা ‘ডন নাম্বার ১’-এর পোস্টার এবং ডায়লগও ব্যবহার করা হয়েছে পুলিশের তরফে।
উল্লেখ্য, হাইভোল্টেজ এই আন্তর্জাতিক বৈঠকের জন্য রাজধানীর একাধিক রাস্তায় পরিবর্তন করা হয়েছে ট্র্যাফিক রুটের। ট্র্যাফিক সম্পর্কিত যেকোনও তথ্য পাওয়ার জন্য ভার্চুয়াল হেল্প ডেস্কও চালু করেছে দিল্লি পুলিশ।