নিউজ ডেস্ক: পরবর্তী ছবির শুটিং শুরু হয়েছে দিন দুয়েক আগেই। সেই সূত্রে টিম প্রধান রয়েছে উত্তরবঙ্গে। কিন্তু সেখানে পৌঁছে থেকেই একের পর এক বাধা বিপত্তি লেগেই রয়েছে দেবের। প্রথম গিনেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করে বলেন জ্বরে ভুগছেন তিনি। ভাইরাল ফিবারে গা-হাত-পায়ে ব্যাথা। তবুও ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে গায়ে জ্বর নিয়ে দেবের পরবর্তী ছবি প্রধানের শুটিং চললেও উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে বন্ধ রাখতে হচ্ছে শুটিং। ফলে শুটিং চলার মাঝেই বৃষ্টি শুরু হওয়ায় আবহাওয়ার আপডেট দিলেন অভিনেতা নিজেই।
এই ছবিতে দেবকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। নাম দীপক প্রধান। প্রসঙ্গত অভিনেতা দেবেরও আসল নাম দীপক। তবে প্রধান নয় অধিকারী। শুটিংয়ের স্পট থেকে দেব নিজেই ঝড়-বজ্র-বিদ্যুৎ এর ক্ষণিকের মুহূর্ত পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, ‘এরমধ্যে আমাদের শুটিংয়ের মাঝে।’ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের কমেন্ট আসতে শুরু করে। অনেকেই শুভকামনা জানিয়েছে এবং অভিনেতার সুস্থতা প্রার্থনা করেছেন। উত্তরবঙ্গ থেকে সৌমিতৃষাও ছবি পোস্ট করেছেন। শাড়ি পরে থাকলেও তাঁর লুক বোঝার উপায় নেই। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি আর হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে সৌমিতৃষা।
এদিকে দেবের অসুস্থতার খবর সামনে আসার পরেই শুটিং বাতিলের খবর রটে যায়। তবে সৌমিতৃষা জানান যে, তাঁদের শুটিং বাতিল তো হয়ইনি বরং ওষুধ খেয়েই শট দিচ্ছেন দেব। অভিনেত্রী আরো বলেন যে অসুস্থ হলেও লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই নিজের ১০০ শতাংশ দিয়ে শট দিয়েছেন দেব। কাউকে তাঁর জন্য অপেক্ষা করতে হয়নি। এমন পেশাদারিত্ব শেখার মত বলেই জানিয়েছেন ছোটোপর্দার ‘মিঠাই’। এখন দেব-সৌমিতৃষার জুটিকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।