নিউজ ডেস্ক: নেশার টাকা না
পেয়েই মাকে খুনের চেষ্টা করেছিল পরিবারের বড় ছেলে। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে
এমনটাই অনুমান করছে পুলিশ। টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ধারাল
অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগে
গ্রেফতার হয় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছিল রবিবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ার বামনগাছি বি
রোড এলাকায়। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে নিয়ে আসা হয় হাওড়া জেলা
হাসপাতালে।
জানা যায়, আহতের নাম কবিতা সিংহ। তাঁর বড় ছেলে অভিজিৎ
সিংহের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। অভিজিৎ পেশায় টোটো চালক। তাঁকে
সন্ধ্যেতেই লিলুয়া থানার পুলিশ প্রথমে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। সোমবার
ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। তার বাবার দাবি, এবারই প্রথম নয়,
এর আগেও বড় ছেলে এরকম ঘটনা ঘটিয়েছিল। সে অন্যত্র থাকে। মাঝে মধ্যেই
বাড়ি এসে এরকম আচরণ করে। রবিবার সন্ধ্যাবেলা ‘মদ্যপ‘ অবস্থায় ঘরে এসে সে তার মায়ের সঙ্গে
বচসা শুরু করে। তখনই ওই কান্ড ঘটায়। রক্তাক্ত অবস্থায় কবিতাদেবীকে হাওড়া
জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং এদিন
জানান, “ইতিমধ্যেই একটি ধারাল অস্ত্র বাজেয়াপ্ত করা
হয়েছে। তবে এটি দিয়েই খুনের চেষ্টা করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নেশার টাকা না পেয়ে অভিজিৎ তাঁর মাকে খুনের চেষ্টা
করেছিল”।