নিউজ ডেস্ক: আসন্ন জি২০ সম্মেলনে(G20 Summit) যোগদানের জন্য ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্মেলনে যোগ দেবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বদলে আসছেন প্রিমিয়ার লি কিয়াং। এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
রবিবার ডেলাওয়ারের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি খুব হতাশ’। এরপর একটু থেমে তাঁর সংযোজন, ‘তবে খুব শীঘ্রই দেখা হবে তাঁর সঙ্গে’। যদিও কোথায় দেখা হবে দুই রাষ্ট্রনেতার, সেবিষয়ে স্পষ্ট কিছু জানাননি বাইডেন। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে থাকে কোথায় মুখোমুখি হবেন বাইডেন-জিনপিং? আসলে আগামী নভেম্বর আমেরিকার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে চলেছে শীর্ষ সম্মেলন অ্যাপেক(APEC)। সূত্রের খবর, সেই বৈঠকেই জিনপিংকে আমন্ত্রণ জানাতে চলেছে হোয়াইট হাউস। আর গুরুত্বপূর্ণ এই বৈঠক এড়াতে পারবেন না জিনপিং বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি এক সরকারি সূত্র জানায়, জি২০ সম্মেলনে আসতে পারবেন না জিনপিং। কূটনৈতিক মহলের একাংশের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা(LAC) বরাবর দু’দেশের তিক্ততা এবং মানচিত্র বিতর্কের কারণে ভারত সফর এড়াতে চাইছেন চিনা প্রেসিডেন্ট। যদিও বিষয়টি নিয়ে বেজায় অসন্তুষ্ট বাইডেন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রনেতা। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির লক্ষ্যে পার্শ্ববৈঠকও করেন জিনপিং এবং বাইডেন। কিন্তু চিনের চিরাচরিত স্বভাবের কারণে নতুন করে সমস্যা তৈরি হয় দু’দেশের মধ্যে। লোক চক্ষুর আড়ালে সীমা পেরিয়ে আমেরিকায় ঢুকে যায় চিনের নজরদারি বেলুন। বিষয়টি নিয়ে দু’দেশের বিবৃতি, পাল্টা বিবৃতি নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
অন্যদিকে, তাইওয়ানকে সাহায্য করার জন্য আমেরিকার উপর রীতিমতো ক্ষিপ্ত বেজিং। এই আবহে ভারতের মাটিতে জি২০ বৈঠকে পার্শ্ববৈঠক সেরে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বাইডেন বলে মত ওয়াকিবহাল মহলের। তবে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার কারণে অসন্তুষ্ট আমেরিকা।