নিউজ ডেস্ক: শুধুমাত্র তুষ্টিকরণের জন্য অপমান করা হয়েছে সনাতন ধর্মকে, এমনটাই মন্তব্য করলেন গৃহমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, বিগত দিন ২ ধরে সনাতন ধর্ম নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। মুম্বইতে বিরোধী INDIA জোটের বৈঠকের পরপরই সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন। তিনি বলেছিলেন,’সনাতন ধর্ম হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার মতোই। এই কারণে একে শেষ করে দেওয়া উচিত।’ এই মন্তব্যের পরই উদয়নিধির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা।
এদিকে, স্টালিন-পুত্রকে সমর্থন করতে এসে সনাতন নিয়েই আরও এক বিতর্কিত মন্তব্য করে বসেন কংগ্রেস নেতা ও সাংসদ কার্তি চিদম্বরম। তিনি সমাজ মাধ্যমে লেখেন,’সনাতন ধর্ম একটি বর্ণযুক্ত সমাজের বিধি ছাড়া আর কিছুই নয়।’ আর উদয়নিধির পর কার্তি চিদম্বরমের এমন খোলা ব্যাট চালানো নিয়ে আরও আক্রমণাত্মক বিজেপি নেতারা। শুধু অমিত শাহ নন, এই নিয়ে সরাসরি INDIA জোটকেই তুলোধোনা করেছেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি টিপ্পনী কেটে বলেন, রাহুলেরম হব্বতের দোকানে সনাতন ধর্ম বিরোধী পণ্য কীভাবে বিক্রি হচ্ছে!
এই বিতর্কে প্রশ্ন উঠছে উদয়নিধি কি নাস্তিক হিসেবে এমন মন্তব্য করেছেন? কিন্তু ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে স্টালিন-পুত্রকে বলতে দেখা যাচ্ছে,’আমি নিজেকে খ্রিস্টান বলতে গর্ব করি।’ এমনকি নিজেকে মুসলিম বলতেও গর্ব বোধ করেন তিনি এমনও জানিয়েছেন সেই বক্তব্যে। তাহলে সনাতনের বিরুদ্ধে তাঁর এমন বক্তব্য কি সত্যিই ভোটব্যাঙ্ককেন্দ্রীয় রাজনীতি? উঠছে প্রশ্ন।