নিউজ ডেস্ক: চাঁদ জয়ের পর সফলভাবে উৎক্ষেপণ হলো ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল-১-এর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২ সেপ্টেম্বর ১১.৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল আদিত্য-এল-১। এই মিশনের পিছনে সমগ্র দেশের বহু বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা-পরিশ্রম জড়িয়ে রয়েছে। এঁদের মধ্যে এমনই এক বিজ্ঞানী হলেন রানিগঞ্জের সানি মিত্র। আদিত্য-এল-১ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনিও।
বাঙালি যুবক সানিসহ অন্যান্য বিজ্ঞানীরা এখন ব্যস্ত এই মিশন পরিচালনায়। এরই মাঝে মিশন আদিত্য- এল-১ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সানি জানালেন, ‘সৌর ঝড়, সূর্যের বিভিন্ন স্তর, ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করাই এই মিশনের উদ্দেশ্য।’ আদিত্য এল-১ নাম কেন? সেই রহস্যও উঠে এল তাঁর বক্তব্যে। তিনি বলেন, এই L-1 হলো সূর্য ও পৃথিবীর মাঝামাঝি একটি বিন্দু। এই বিন্দুটি থেকে সূর্য এবং পৃথিবী উভয়ের মধ্যে মাধ্যাকর্ষণ সংক্রান্ত সামঞ্জস্য রক্ষা করা যায়। এই L1 পয়েন্টের অর্বিটে অবস্থান করেই নিজের দায়িত্ব পালন করবে আদিত্য।
উল্লেখ্য, ৪ মাসেরও বেশি সময় ধরে ১৫ লক্ষ কিলোমিটার যাত্রা করবে Aditya-L-1। সূর্যের Halo Orbit-এ মোতায়েন করা হবে আদিত্যকে। সূত্রের খবর এই মহাকাশযানে ৭ টি পেলোড দিয়ে সূর্যের বিভিন্ন এলাকায় চালানো হবে পরীক্ষা-নিরীক্ষা। মূলত, সূর্যের জলবায়ু, সৌর ঝড়, সৌর শিখা সম্পর্কিত বিশদ তথ্য আহরণই এই মিশনের লক্ষ্য। ISRO দাবি করেছে, মিশন সফল হলে মহাকাশের আরও বহু অজানা রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এই মিশন কতটা সফল কিনা তা তো সময়ই বলবে, তবে বাঙালি বিজ্ঞানী সানি মিত্রের অবদান তোলা থাকবে ইতিহাসের পাতায়।