নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাষ্ট্রসংঘের ৭৮তম অধিবেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সূত্রের খবর রাষ্ট্রপুঞ্জ প্রকাশিত বক্তাদের তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ভারতের হয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী। প্রতি বছর রাষ্ট্রপুঞ্জের এই অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে জল্পনা তুঙ্গে থাকে। ফলে এহেন আন্তর্জাতিক মহাসম্মেলনে মোদীর অনুপস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশের দাবি, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। যদিও ঠিক কী কারণে বাদল অধিবেশন শেষ হতে না হতেই এই জরুরি অধিবেশন, তা স্পষ্ট করেনি কেন্দ্র। তবে গুঞ্জন ‘ওয়ান নেশান, ওয়ান ইলেকশন’ নিয়েই এই অধিবেশন। সুতরাং অধিবেশনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের এই মহাসম্মেলনের আগেই দিল্লির জি২০ বৈঠকে বসতে চলেছে আন্তর্জাতিক শীর্ষ নেতৃত্বের আসর। ওয়াকিবহাল মহলের দাবি, সম্মেলনের পাশেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলবেন মোদী। তাই হয়তো রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী জয়শংকর।
উল্লেখ্য, প্রথা মেনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে প্রথম বক্তব্য রাখে ব্রাজিল। তারপর আমেরিকা। মহাসম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্যের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব, তা বলার অপেক্ষা রাখে না। তবে কূটনৈতিক মহলের দাবি, এবারের অধিবেশনে নজর কাড়বে ইউক্রেন-রাশিয়ার বাকযুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের সূচি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনেই বক্তব্য রাখবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২৩ সেপ্টেম্বর বক্তৃতা দেবেন রুশ বিদেশমন্ত্রী সার্গেয় লাভরোভ।