নিউজ ডেস্ক: বাবা’র হাঁসুয়ার কোপে মৃত্যু হল
ছেলের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ গ্রামে। পুলিশ সূত্রে জানা
গিয়েছে মৃত ওই ছেলের নাম রবিউল ইসলাম (২৬)। জানা গিয়েছে
বাড়ির মোটরবাইক ষ্টার্ট দেওয়ার চেষ্টা করছিল ছেলে রবিউল। কিন্তু বাইক ষ্টার্ট
নিচ্ছিল না।
মৃতের কাকা মোক্তার হোসেন জানান “ বাইক ষ্টার্ট
না হওয়ায় ছেলের বাবা আবু হোসেন বিরক্ত প্রকাশ করে বাইক ধুয়ে দিতে বলে। ওই সময় ছেলে রবিউল পাল্টা ধমক দিয়ে বাবা’র দিকে ধেয়ে গেলে,
হাতের কাছে থাকা হাঁসুয়ার কোপ মারে গলায়।” জানা গিয়েছে ওই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় ছেলে রবিউল। ওই অবস্থায়
তাকে দ্রুত উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেখে, দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কাকা
মোক্তার হোসেন জানান “ হাসপাতালে পৌছনোর কিছুক্ষণের মধ্যেই ভাইপোর মৃত্যু হয়েছে।”
ডোমকলের পুলিশ জানায় “বাবা ছেলে গন্ডগোলের জেরে
ছেলের মৃত্যু হয়েছে খবর পেলাম। ঘটনার উপর নজর রাখা হয়েছে। তবে অভিযোগ হয়নি।”