নিউজ ডেস্ক: এশিয়া কাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপালের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতে নিলেও মন কিন্তু জয় করে নিয়েছে নেপালের ব্যাটিং। ম্যাচ শেষে এমনটাই জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিন ব্যাট করতে নেমে নেপালের দুই ওপেনার দুর্দান্ত সূচনা করেন। ৬৫ রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে চমকে দেন কুশল ভুর্তেল এবং আসিফ শেখ। ৫৮ রান করেন আসিফ। এরপর নেপালের ব্যাটিং লাইনআপে শার্দুল, জাদেজা আর সিরাজ ধস নামালেও শেষের দিকে নামা সোমপাল কামির ৪৮ রানের ইনিংসে ভর করে ২৩০ রানে শেষ করে নেপাল। এদিন শুরু থেকেই খারাপ ফিল্ডিং আর একাধিক ক্যাচ ছেড়ে নেপালের পালে হাওয়া দিয়ে দেয় টিম ভারত। ৩ উইকেট পেলেও বোলিংয়ে বেশ মার খেয়ে যান সিরাজ।
ভারতের ব্যাটিংয়ের সময় বৃষ্টি নেমে গেলে নির্ধারিত সময় কমে ২৩ ওভারে ভারতের টার্গেট কমে দাঁড়ায় ১৪৩। রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করতে নেমে ১০ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত। এদিকে ম্যাচের সেরা হওয়ার পর প্রতিপক্ষের অনবদ্য ব্যাটিংয়ের প্রশংসা করে নিজের পুরস্কার তিনি তুলে দেন নেপালের হাতে।
নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করেছে ভারত। আর সুপার ফোরে ভারত আবার মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের। আগামী ১০ সেপ্টেম্বর, রবিবার, ফের মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী। আর টিম রোহিতের দ্বিতীয় ম্যাচটি হবে গ্রুপ-বি’র শীর্ষে থাকা দলের সঙ্গে। অর্থাৎ বিশেষ অঘটন না ঘটলে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সাক্ষাৎ হবে ওইদিন। আর ১৫ সেপ্টেম্বর গ্রুপ-বি’র ২য় দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দিলে সেই ২য় দলটি হবে বাংলাদেশ। খারাপ ফিল্ডিং নিয়ে ইতিমধ্যেই চিন্তায় ভারত, তার উপর আগামী রবিবার ফের মুখোমুখি হতে হবে শাহিন আফ্রিদির ভয়াবহ সুইংয়ের। এখন দেখার কীভাবে দ্রুত ড্যামেজ কন্ট্রোল করে সেরাতা মেলে দিতে পারে রোহিতের ছেলেরা।