নিউজ ডেস্ক: তিনি নিজেকে জনগণের
‘চৌকিদার’ বলে দাবি করেন। তিনি যে সত্যিই প্রতিদিন চৌকি দিচ্ছেন, তার প্রমাণ মিলল তথ্যের অধিকার আইনে। দিন কয়েক আগে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, প্রতিদিন ১৭ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী অর্থাৎ বছরের ৩৬৫ দিনই ১৭ ঘণ্টা কাজ
করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেবল তাই নয়, তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ২০১৪ সালে। তার পর থেকে
এ পর্যন্ত এই সাড়ে ন’ বছরের প্রধানমন্ত্রীত্বের কালে একটি দিনও ছুটি নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর
দফতর। তারা জানিয়েছে, ২০১৪ সালের ২৬ মে
প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে প্রতিদিনই কাজ করেছেন মোদী। অথচ, তাঁর এই কার্যকালের মেয়াদে রবিবারের পাশাপাশি ছিল আঞ্চলিক ছুটির দিন এবং জাতীয় ছুটির দিনও।
প্রধানমন্ত্রী সে সময় তাঁর
মন্ত্রীসভার সদস্যদের স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘মানসিকতা পাল্টান। সামনে কাজ অনেক। যে জনমত নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই প্রত্যাশা পূরণের জন্য শুধু কাজেই মনোনিবেশ করতে হবে।’