নিউজ ডেস্ক: রাজস্থানের ঘটনায় এবার পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন(NHRC)। আদিবাসী মহিলাকে মারধরের পর নগ্ন অবস্থায় প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় এবার রাজস্থান সরকার এবং রাজ্য পুলিশের প্রধানকে নোটিশ পাঠাল কমিশন। সেইসঙ্গে, ন্যাক্কারজনক ঘটনায় ওই মহিলাকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা? তার শারীরিক অবস্থা এখন কেমন আছে? স্থানীয় প্রশাসনের কাছে সেবিষয়ে বিস্তারে রিপোর্ট তলব করেছে কমিশন।
কমিশনের তরফে প্রকাশিত নোটিশ অনুযায়ী, “রাজস্থানের প্রতাপগড় জেলায় মারধরের পর নগ্ন অবস্থায় ২১ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলাকে প্রকাশ্যে ঘোরানো হয়। প্রকাশিত একাধিক খবরের ভিত্তিতে ৩১ অগাস্টের এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে।” আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজস্থান পুলিশের ডিরেক্টর জেনারেল উমেশ মিশ্রকে ঘটনায় সম্পূর্ণ রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
গত ২ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মধ্যবয়সী এক মহিলাকে মারধরের পর বিবস্ত্র করে প্রকাশ্যে ঘোরাচ্ছে তারই শ্বশুর বাড়ির লোকজন। অপমান, লজ্জায় চিৎকার করে সাহায্যের আরজি জানাতেও দেখা যায় নির্যাতিতাকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠতে থাকে। যদিও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউ।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হতেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় নির্যাতিতা মহিলার স্বামী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই সমস্ত বিষয়ে রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন।