নিউজ ডেস্ক: যাদবপুর
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল ছাড়তে হবে। এই নিয়ে
পদক্ষেপ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মঙ্গলবার এমনটাই জানালেন কলকাতা হাই
কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্ট জানিয়েছে, কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে গিয়ে বলতে হবে
ঘরখালি করার বিষয়ে। ছাত্রদের জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার কথা।
জানা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা
যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আর সেই মামলার শুনানিতেই
মঙ্গলবার উচ্চ আদালত যাদবপুর কর্তৃপক্ষকে জানায় প্রাক্তনীরা যেন ২৪ ঘণ্টার মধ্যেই হস্টেল
খালি করে দেয়।