নিউজ ডেস্ক: ‘সেই দিন খুব বেশি দূরে নয়, যখন ভারতের সংসদে এবং রাজ্যের বিধানসভাগুলিতে, সংবিধানের যথাযথ সংশোধনী-সহ মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব থাকবে। আমরা ২০৪৭ সালের মধ্যে একটি বিশ্বশক্তি হব। কিন্তু মহিলাদের জন্য যদি এই সংরক্ষণ দ্রুত করা সম্ভবপর হয়, তাহলে ২০৪৭-এর আগেই বিশ্বের ১ নম্বর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারব আমরা’– রাজস্থানের জয়পুরে মহিলাদের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে এমনই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের রাজনীতিতে তথা সমাজ গঠনে যেদিন মহিলাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব থাকবে, সেদিনই সেরা আসন পাব আমরা। এই প্রসঙ্গে তিনি বলেন, আপনারা মহিলারা খেয়াল করুন পঞ্চায়েত, পৌরসভা এইসব নির্বাচনে মহিলাদের এক-তৃতীয়াংশ সংরক্ষণ রয়েছে। এই সংরক্ষণ খুবই তাৎপর্যপূর্ণ। সংরক্ষণকে সাংবিধানিকভাবে আরও দৃঢ় করে তোলার সপক্ষে বক্তব্য রাখেন তিনি।
সংবিধানে বর্ণিত ‘চেয়ারম্যান’ শব্দটি নিয়েও প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি। শব্দটি লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত বলে তাঁর মত।এই বিষয়ে জগদীপ ধনকরের বক্তব্য, আমাদের সংবিধান যখন প্রণীত হয়েছিল তখন ‘চেয়ারম্যান’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার সৌজন্যে আমি বলতে পারি একজন মহিলাও এই পদে থাকতে পারেন। কিন্তু সংবিধান শব্দটিকে ‘চেয়ারম্যান’ বলছে। এই কারণে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে সংবিধান সংশোধনের প্রসঙ্গ তোলেন তিনি।