নিউজ ডেস্ক: চলতি বছরের অন্যতম হিট ছবি হতে চলেছে জওয়ান। আর মাত্র একদিন পরেই সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। তার আগেই একের পর এক মন্দিরে ছুটে চলেছেন বলিউডের বাদশা। কিছুদিন আগেই তিনি উড়ে গিয়েছিলেন বৈষ্ণোদেবী মন্দিরে। পুজো দিয়েছিলেন সেখানে। যদিও মুখ ঢেকে রেখেছিলেন তিনি। এইবার মঙ্গলবার কাকভোরে তিরুপতি মন্দিরে দেখা গেল তাঁকে। সঙ্গে ছিলেন মেয়ে সুহানাও।
দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল পাঠান। বক্স অফিসে দূর্দান্ত ব্যবসা করে ছবিটি। যদিও সেই ছবির কোনো রকম প্রচার করেননি নির্মাতারা। কিং খান ম্যাজিকেই ভরসা রেখেছিলেন তাঁরা। জওয়ান এর ক্ষেত্রেও একই ম্যাজিকে বিশ্বাসী তাঁরা। তাই এই ছবিরও প্রচার হয়নি। যদিও নেটিজেনদের একাংশের দাবি, ঘন ঘন এমন মন্দির দর্শন ছবির প্রচারের লক্ষ্যেই করছেন শাহরুখ খান।
মঙ্গলবার ভোর বেলায় মেয়েকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন শাহরুখ। তাঁদের পাশাপাশি দেখা গিয়েছে অভিনেত্রী নয়নতারাকেও। দক্ষিণ ভারতীয় কায়দায় সাদা রঙের ধুতি ও মুণ্ড পরেছিলেন শাহরুখ। গায়ে ছিল সাদা কুর্তা ও গলায় উত্তরীয়। অন্যদিকে সুহানা ও নয়নতারা সাদা রঙের সালোয়ার পরেছিলেন। এদিন অন্য মেজাজেই দেখা যায় বাদশাকে। মন্দিরের বাইরে অনুরাগীদের চুমু ছুঁড়ে দেন তিনি। হাত জোড় করে কৃতজ্ঞতাও জানান তাঁদের উদ্দেশ্যে।
নেটিজেনদের অনেকেই শাহরুখের মন্দির দর্শনকে কটাক্ষ করেছেন। বলেন, ছবির প্রচারের জন্যই মন্দিরে মন্দিরে ছুটছেন তিনি। যদিও অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে পিছনে ফেলে দিয়েছে একাধিক হিট ছবিকে। এমনকী শাহরুখ খান নিজেই নিজেকে টেক্কা দিয়েছে ‘জওয়ান’-এর মাধ্যমে। মুক্তির আগেই প্রায় ১৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।