নিউজ ডেস্ক: ডক্টর অক্টোপাস আর স্পাইডারম্যান ছবিতে নকল সূর্য তৈরি করেছিলেন ডঃ অক্টোপাস। সিনেমার বিনোদন জগতের সেই চিত্রনাট্য এবার কি বাস্তবে রূপ দিতে চলেছে ভারতের পড়শি চিন? হ্যাঁ, খবর এমনটাই। নকল সূর্য অর্থাৎ আর্টিফিসিয়াল সূর্য তৈরি করতে চলেছে তারা, এমনটাই দাবি জানিয়েছে জিংপিং-এর দেশ। সেই সঙ্গে আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর বাইরে মহাজগতের জল, বরফ-সহ অন্যান্য প্রাকৃতিক শক্তিকে কাজে লাগানোর পরিকল্পনাও চালিয়ে যাচ্ছে দেশটি।
উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরু জয়ের পর ভারত ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে তার প্রথম সৌর মিশন আদিত্য-এল-১। সূর্য সংক্রান্ত একাধিক অজানা রহস্য ভেদ করবে এই মিশন। ঠিক এরই মাঝে চিনের এই নকল সূর্য নির্মাণের ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিন জানিয়েছে এই কৃত্রিম সূর্য থেকে প্রচুর পরিমাণ আলো এবং তাপ পাওয়া সম্ভব হবে। আর এর থেকে দেশের জ্বালানির চাহিদা মিটতে পারে বলে মনে অনুমান। এমনকি চিন এ দাবিও করেছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। কোনওরকম তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকেই এই কৃত্রিম সূর্য তৈরি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ড্রাগনের দেশ। চালানো হয়েছে অগণিত পরীক্ষা-নিরীক্ষা। ২০১৮ সাল নাগাদ চিনের এই পরীক্ষা-নিরীক্ষার বিষয় ভাইরাল হয় বিশ্বে, কারণ সেই সময়ে প্রায় ১৮ মিনিট ধরে ৭০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে সফল হয়েছিল এই নকল সূর্য। দাবি করা হচ্ছে ২০৩৫ সালের মধ্যে এই নকল সূর্য তৈরি শেষ করে ফেলবে বেজিং। এখন দেখার চিনের এই কৃত্রিম সূর্য মানব সমাজের জন্য ক্ষতিকারক নাকি মঙ্গলজনক হতে চলেছে।