নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তায় শুরু হল দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপনির্বাচনে কোন দল কত ভোটে জয়লাভ করেছে, তা জানা যাবে ৮ সেপ্টেম্বর। ভোট হচ্ছে উত্তরপ্রদেশের ঘোসি, পশ্চিমবঙ্গের ধূমগুড়ি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, কেরলের পুথুপল্লী, ত্রিপুরার ধানপুর ও বক্সানগর এবং ঝাড়খণ্ডের দুমরি বিধানসভা আসনে।
পশ্চিমবঙ্গ
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি আসন থেকে গত বিধানসভায় জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। চলতি বছরে তাঁর আকস্মিক মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে এই আসনে। তৃণমূলের হয়ে লড়ছেন পেশায় শিক্ষক নির্মলচন্দ্র রায়, বাম-কংগ্রেস জোটের হয়ে লড়ছেন ঈশ্বরচন্দ্র রায় এবং শহিদ সিআরপিএফ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি। রাজবংশী অধ্যুষিত ধূপগুড়িতে ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল, বলাই বাহুল্য। অন্যদিকে, নিজেদের জেতা আসন ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। ক্ষমতায়নের চেষ্টা করছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীও। এই কেন্দ্রের তিন প্রার্থীই রাজবংশী সম্প্রদায়ের। সুতরাং, ত্রিমুখী এই লড়াইয়ে রাজবংশী রায় কার পক্ষে যাবে, সেদিকেই নজর সকলের।
উত্তরপ্রদেশ
মহাজোটের পর ঘোসীর উপনির্বাচনে এই প্রথম মুখোমুখি বিজেপি-সমাজবাদী পার্টি(SP)। ২০২২ সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয় কুমার রাজভরকে ২২,২১৬ ভোটে হারিয়েছিলেন সপা-র দারা সিং চৌহান। কিন্তু ভোট মিটতেই বিজপিতে ফিরে যান তিনি। তাৎপর্যপূর্ণভাবে এবার তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিপরীতে সুধাকর সিং-কে প্রার্থী করেছে অখীলেশ যাদবের দল। যদিও সংখ্যাগরিষ্ঠতার বিচারে এই নির্বাচনে ভয় নেই বিজেপির। তবে সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছে সপা, তা বলাই বাহুল্য। অন্যদিকে, ’২৪-এর লোকসভা নির্বাচনে কার কোর্টে বল থাকবে! তাও কিছুটা আন্দাজ করা যাবে এই নির্বাচনের ফলে।
ত্রিপুরা
বক্সানগর কেন্দ্রের ৪৩,০৮৭ ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার হল সংখ্যালঘু। গতবারের নির্বাচনে বাম প্রার্থী সামসুল হকের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী তফোজ্জল হুসেন। সিপিএম বিধায়কের মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে। তবে এবারও বাম প্রার্থী মিজান হুসেনের বিরুদ্ধে লড়াই করছেন তফোজ্জল। অন্যদিকে, একসময় বামেদের গড় হিসাবে খ্যাত ধানপুর কেন্দ্রে গতবারের নির্বাচনে জয়লাভ করেন বিজেপির প্রতীমা ভৌমিক। তবে এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের পর ফের উপনির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে বিজেপির বিন্দু দেবনাথের বিরুদ্ধে লড়াই করছেন সিপিএম-এর কৌশিক দেবনাথ।
কেরলের পুথুপল্লীর কেন্দ্রে কংগ্রেস নেতা ওম্মেন চণ্ডীর মৃত্যতে ফের নির্বাচন হচ্ছে। নির্বাচনী ময়দানে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে শাসক শিবির সিপিএম এবং চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। অন্যদিকে, উত্তরখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে বিজেপি বিধায়ক চন্দনরাম দাসের মৃত্যুতে ফের নির্বাচন হচ্ছে। কংগ্রেসের হয়ে লড়াই করছেন বসন্ত কুমার, সমাজবাদী পার্টির ভগবতী প্রসাদ, উত্তরাখণ্ড ক্রান্তি দলের অর্জুন দেব এবং উত্তরাখণ্ড পরিবর্তন পার্টির ভগবত কোহলি। যদিও প্রধান লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এদিকে, ঝাড়খণ্ডের দুমরি কেন্দ্রে মুক্তি মোর্চার বিধায়ক জগরনাথ মাহাতোর মৃত্যুতে ফের নির্বাচন হচ্ছে।
উল্লেখ্য, জোট গঠনের পর ৬ রাজ্যের এই নির্বাচনে প্রথম অংশগ্রহণ করেছে বিরোধীদের ‘ইন্ডিয়া’র দলগুলি। লোকসভা এবং বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধীতায় তাদের কাছে এ যেন লিটমাস টেস্ট।