নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। এশিয়া কাপের আবহেই ODI বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত। আজ দুপুর ১.৩০ মিনিট নাগাদ দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং রোহিত শর্মা যৌথভাবে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন দলের ১৫ সদস্যের স্কোয়াড। এই স্কোয়াডে স্থান পেয়েছেন- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষন, কেএল রাহুল, সূর্য কুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।
আন্দাজ পূর্বেই মিলেছিল, মোটামুটি অপরিবর্তিতই থাকছে এশিয়া কাপের স্কোয়াড। চোট সারিয়ে ঘর ওয়াপসি করেছেন শ্রেয়স। তবে দলে থাকলেও এখনও সম্পূর্ণ ফিট নন রাহুল। তাই এশিয়া কাপে আপাতত দলের বাইরেই রয়েছেন তিনি। যদিও বিশ্ব কাপে তিনি মাঠে নামতে পারবেন বলে নিশ্চিত দল। এদিকে স্কোয়াডে নেই সঞ্জু স্যামসনের নাম। তাঁর পাশাপশি প্রসিদ্ধ কৃষ্ণণ, তিলক বর্মা ও যুজবেন্দ্র চাহলকেও রাখা হয়েছে স্কোয়াডের বাইরে।
যদিও এই স্কোয়াডই চূড়ান্ত নয়। যদি দলে কাটাছেঁড়া করতে হয়, তাহলে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে সুযোগ। প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর বাদে ঘরের মাঠে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ভারত। এর আগে ২০১১ তে ODI বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। সেই কাপ ঘরেই রেখেছিল ভারত। তবে এই জয়ের পর আর কোনও ফর্মাটের বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি টিম রোহিত। এখন দেখার ফের ঘরোয়া সুযোগকে কাজে লাগিয়ে কাপের খরা কাটিয়ে উঠতে পারে কিনা ভারত।