নিউজ ডেস্ক: রাজ্যপালকে ফের একবার হুঁশিয়ারি জারি
করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত
এবার চরমে। উপাচার্যের নামোল্লেখ না করেই মমতা জানান, কোনও বিশ্ববিদ্যালয় নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি
করবে সরকার। রাজ্যের শিক্ষাব্যবস্থার স্বার্থে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে
পারেন বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করছেন
রাজ্যপাল। আমরা এই চক্রান্ত মানব না। উনি কী ভাবছেন? মুখ্যমন্ত্রীর থেকেও বড়? সে উনি বড় হতেই
পারেন।’ এর পরেই অর্থনৈতিক অবরোধ প্রসঙ্গ আনেন। মমতা বলেন, ‘আমি বলে দিচ্ছি, এই যদি চলতে থাকে তা হলে অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখি কে চালায়।’ রাজভবনের সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারিও দেন মমতা।
গত ২ সেপ্টেম্বর রাজভবনের তরফে
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তাঁর
অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা আচার্যের নির্দেশ মেনেই কাজ করবেন। সরকার তাঁদের
নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন। সোমবার রাজভবনের
তরফে ১৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ করা হয়। রাজ্যের
সঙ্গে আলোচনা না করে এই ধরনে পদক্ষেপ আগেও করেছেন রাজ্যপাল বোস।