নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। হস্টেলে বাংলা প্রথম বর্ষের পডুয়াকে
র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর
ঘটনায় তদন্ত শুরু করেছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। এই ঘটনায় একাধিক
পড়ুয়া, অভিযুক্ত ও হস্টেসের আবাসিকদের ডেকে
জিজ্ঞাসাবাদ করা হয়। পড়ুয়ার মৃত্যুর ঘটনার ২৬ দিনের মাথায় অবশেষে শাস্তির সুপারিশ
করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি।
বিশ্ববিদ্যালয়ের চারজন পড়ুয়াকে
আজীবন বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। যখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে
প্রশ্ন উঠছে। তখন এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্ত
কমিটি,
র্যাগিংয়ের ঘটনায় যুক্ত ৬ প্রাক্তনীর বিরুদ্ধে কর্তৃপক্ষকে
FIR
দায়েরের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ২৫ জন
প্রাক্তনীকে হস্টেলের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও
জানা গিয়েছে, র্যাগিংয়ে জড়িত রয়েছেন
এমন ১৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টার, ১১ জন পড়ুয়াকে দু’টি সেমেস্টার, পাঁচ জনকে চারটি সেমেস্টারে সাসপেন্ড করা হতে পারে।
এমনকি, গবেষণা শেষের পর এক গবেষক
ছাত্রকে আর ঢুকতে দেওয়া হবে না ক্যাম্পাসে, এমন সিদ্ধান্তও নেওয়া হতে পারে।