নিউজ ডেস্ক: জি২০ সম্মেলনের অনুষ্ঠানে সকল অতিথিদের স্বাগত জানাবে ভারতের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence) ‘অবতার’(Avatar)। ভারত মন্দপমে আয়োজিত ‘মাদার অফ ডেমোক্রেসি’(Mother of Democracy) প্রদর্শনীতে আগত সকলকে গাইড করবে সে। জি২০ সম্মেলনের ঠিক আগে এমনটাই খবর সরকারি সূত্রে। উল্লেখ্য, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য রীতিমতো সাজ সাজ রব রাজধানীতে। তবে এই খবর প্রকাশ্যে আসতে তাতে আরও একমাত্রা যোগ হল, বলাই বাহুল্য।
সম্মেলনে আগত সকল বিদেশি নেতা এবং কূটনীতিকদের ভারতীয় সভ্যতা সম্পর্কে অবগত করার জন্যে ‘মাদার অফ ডেমোক্রেসি’ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্র। ‘বেদ যুগ থেকে বর্তমান যুগ’ পর্যন্ত ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য তুলে ধরার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে খবর। ইংরেজি, জাপানিস, ম্যান্ডারিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান, কোরিয়ান সহ মোট ১৬টি ভাষায় ২৬টি স্ক্রিনে দেখানো হবে এই প্রদর্শনী। আন্তর্জাতিক প্রতিনিধিদের সেই কাজটাই করে দেখাবে ভারতের ‘আবতার’।
Tags: NULL