নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী তাপসী রায়কে
আইনের পাঠ পড়াতে দেখা গেল স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপারকে। প্রার্থীর
দাবী বুথের সামনে থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর। পুলিশের থাকার কথা লাইনের কাছে। কিন্তু
পুলিশ দাঁড়িয়ে ছিল দরজার সামনে। তিনি পুলিশকে সরে যেতে বললে শাসায় পুলিশ। স্থানীয় অতিরিক্ত
পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়াকে আঙুল উঁচিয়ে প্রার্থী ও তাঁর সহযোগীকে শাসাতে দেখা যায়।
তিনি এই ঘটনার প্রেক্ষিতে জেনারেল ডায়েরী করার নির্দেশ দেন স্থানীয় ভারপ্রাপ্ত আধিকারিককে।
অভিযোগ রাজ্য পুলিশের একাধিক কর্মী বুথের ভেতরে
ছিলেন। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ করলে এডিশনাল এসপি ওয়াংদেন ভুটিয়া বিজেপি প্রার্থী ও তার সহযোগীর সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির সুরে কথা বলেন।
পুলিশের দাবি বিজেপি প্রার্থী পুলিশের নিরাপত্তাবিধি ভঙ্গ
করছেন।
অন্যদিকে ভোটের চব্বিশ ঘণ্টা আগে তৃণমূল ছেড়ে
বিজেপিতে যোগ দিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছিলেন ধূপগুড়ির প্রাক্তন
বিধায়ক মিতালি রায়। এদিন ভোট দিয়ে বেরিয়ে আলোর ব্যবস্থাপনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন। তার অভিযোগ, “মানুষ
যখন মনস্থির করে ইভিএম এ বোতাম টিপতে যাচ্ছেন তখনই আলো নিভে যাচ্ছে”। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার
পাশাপাশি ভোটার দের টর্চের আলো জ্বেলে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে বিজেপি সূত্রে খবর, ওই অ্যাডিশনাল এসপি’র বিরুদ্ধে মুখ্য
নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগপত্র পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর মিডিয়া
ওয়াচ ও পুলিশ অবজার্ভারের মাধ্যমে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।