নিউজ ডেস্ক: রকি অউর রানি কি প্রেম কাহিনি মুক্তি পাওয়ার পরেই টলি-বলি পাড়ায় জোর চর্চা চলে টোটা রায়চৌধুরিকে নিয়ে। করণ জোহরের হাত ধরে দর্শক পেয়েছে এক অন্য টোটাকে। তাঁর কেরিয়ারের অন্যতম সেরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। করণ জোহরের এই ছবির পরে নিজেক কেরিয়ারে যেন দ্বিতীয় ইনিংশ শুরু করেছেন টোটা। বলিউডে পা রেখে দূর্দান্ত এই সাফল্যের পরেই মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনীত ওয়েব সিরিজ নিখোঁজ। এই সিরিজ নিয়েও আলোচনা তুঙ্গে। কিন্তু টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরেক গুঞ্জন। নতুন জুটি পেতে চলেছে টলিপাড়া।
বড় পর্দায় এবার রাইমা সেনের সঙ্গে দেখা যাবে তাঁকে। যদিও এখন মিমি চক্রবর্তীর সঙ্গে শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। একটি নতুন ওয়েব সিরিজে মিমির সঙ্গে কাজ করছেন তিনি। ওই সিরিজের শুটিং শেষ হলে তারপরেই বড় পর্দার শুটিং শুরু করবেন তিনি। নতুন এই ছবিতে রাইমা-টোটা জুটি ছাড়াও দেখা যাবে শান্তনু মহেশ্বরী অঙ্গনা রায়কে। ছবিটি পরিচালনা করছেন প্রতিম দাশগুপ্ত। জানা গিয়েছে যে ইতোমধ্যেই ছবির লুক সেট হয়ে গিয়েছে। যদিও শুটিং শুরু হতে দেরি আছে।
করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির পর থেকেই একের পর এক কাজের প্রস্তাব পাচ্ছেন অভিনেতা। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবি। প্রাথমিক স্তরে কথা চলছে সুরিন্দর ফিল্মসের সঙ্গে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই প্রযোজনা সংস্থার ছবিতে সই করবেন তিনি। রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে টোটার কথ্থক দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। স্বস্তিকা-টোটার জুটিও প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবার টোটা-মিমি জুটিকে পর্দায় দেখার জন্য আগ্রহী সকলে।