নিউজ ডেস্ক: ইন্ডিয়া নাম থেকে ব্রিটিশ দাসত্বের
দুর্গন্ধ বের হয়। ভারত নাম তাঁর সোনালি অতীত ও বর্তমান অগ্রগতির প্রতীক। আসানসোলে বললেন
বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল।
প্রসঙ্গত শেষ ৪৮ ঘন্টায় জাতীয় স্তরের
রাজনীতির প্রধান আলোচ্য বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ‘ইন্ডিয়া নাকি ভারত’। বিরোধী জোটের নেতারা অবশ্য
ইন্ডিয়া নাম তাদের প্রাথমিক পছন্দ হিসেবে তুলে ধরতে চাইছেন। কারন এই নামের সঙ্গে তাদের জোটের নতুন নামের মিল রয়েছে। অন্যদিকে ভারতের হাজার হাজার বছরের প্রাচীন
ঐতিহ্যের সঙ্গে জড়িত নাম ভারতকেই প্রথম পছন্দ বলে বুঝিয়ে
দিয়েছে গেরুয়া শিবির। আর এস এস প্রধান মোহন ভাগবত ‘ভারত’ নাম প্রথম পছন্দ বলে আগেই জানিয়েছেন।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এ প্রসঙ্গে বলেন, “ইন্ডিয়া নামে দাসত্বের দুর্গন্ধ বের হয়। এই নাম ব্রিটিশদের প্রতি পূর্বপুরুষদের দাসত্বের
স্মৃতি বহন করে। আমাদের দেশের নাম ভারত ছিল। ভারত আছে। ভারত থাকবে। আমরা
শত শত বছর ধরে বলে আসছি ‘ভারত মাতা কি জয়’। আমরা কখনো বলিনি ইন্ডিয়া মায়ের জয়। ইন্ডিয়া
বিদেশীদের দেওয়া একটি নাম। দুশো বছরের ব্রিটিশ দাসত্বের আগে
এই দেশের নাম ভারত ছিল। প্রাচীন গ্রন্থেও দেশের নাম ‘ভারত’ উল্লেখ রয়েছে। আমরা
নিজেদের ভারতীয় বলে গর্ববোধ করি। কংগ্রেসের অভ্যাস হয়ে
গেছে যে কোন বিষয় নিয়ে রাজনীতি করার।
ভারতবাসী ঠিক করবেন দেশের নাম ভারত হবে নাকি ইন্ডিয়া”।