নিউজ ডেস্ক: এ যেন হিন্দি কিংবা দক্ষিনী সিনেমার দৃশ্য। হাফ ও ফুল মার্ডার করা
হয়। কার্ড ছাপিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের মোরসেলিম
মোল্লা ওরফে বুলেট দাদা। মানুষ মারার বিজ্ঞাপন দেখে চমকে
গিয়েছিল পুলিশ। রীতিমত নিজের ছবি, ফোন নম্বর
দিয়ে মানুষ মারার জন্য ‘সুপারি কিলিং’এর বিজ্ঞাপন। ভিজিটিং
কার্ড ছাপিয়ে এলাকায় পোস্টারিং করে চলছিল প্রচার। ঘটনার খবর
জানতে পেরেই ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মোরসেলিম মোল্লা
ওরফে বুলেটকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।
Tags: NULL